ছবির শুটিং ও রিলিজ পিছিয়ে গেলেও এ বছর রিয়্যালিটি শো ‘বিগ বস’ হবে বলেই শোনা যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, গত কয়েক বছরে সালমান খানের জনপ্রিয়তার একটি প্রধান স্তম্ভ এই শো। তাই শোয়ের জনপ্রিয়তার সঙ্গে নিক্তি মেপে বড় দরও হাঁকেন ভাইজান। কিন্তু করোনার প্রকোপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
গত বছর ‘বিগ বস সিজন থার্টিন’-এর জন্য সালমান নাকি সপ্তাহ প্রতি ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। একই দিনে তিনি দুটি এপিসোডের শুট করেছিলেন। সে দিক থেকে এপিসোড প্রতি সাড়ে ছয় কোটি রুপি হেঁকেছিলেন সালমান। তবে এ বার করোনার ফলে ব্যবসায় মন্দার জন্য সংশ্লিষ্ট চ্যানেল সালমানের কাছে পারিশ্রমিক কমানোর আবেদন করেছে। শোনা যাচ্ছে, এ বারে ভাইজান সপ্তাহ পিছু পারিশ্রমিক নেবেন নয় কোটি রুপি।
বিডি প্রতিদিন/আল আমীন