৯ আগস্ট, ২০২০ ১৩:৫০

অন্যরকম গল্পে সবাইকে নাড়িয়েছেন রিংকু

নিজস্ব প্রতিবেদক

অন্যরকম গল্পে সবাইকে নাড়িয়েছেন রিংকু

পারভেজ ইমামের চিত্রনাট্যে এবারের ঈদ আয়োজনে নির্মিত হয়েছে নাটক ‘বোধ’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত ভিলেজ পলিটিক্স ও গ্রামীন জীবন বাস্তবতার নানা অসঙ্গতি এবং সেই পরিস্থিতি থেকে একটি সমাজকে কীভাবে সত্য-সুন্দরে প্রতিষ্ঠা করতে হয়- সেটিই এই নাটকে একজন চেয়ারম্যান চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 

পরবর্তীতে তার ঐশ্বরিক উপলব্ধির মাধ্যমে ওঠে এসেছে বাস্তবিক চিত্র। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুনা খান, আশিষ খন্দকার, তাসনুভা তিশা প্রমুখ। নাটকটি টেলিভিশনে প্রচারের পর লাইভ টেকের ইউটিউব চ্যানেলে আপলোড হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বয়ে যায়।  

‘বোধ’ নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, নাটকটির ব্যাপক প্রশংসা পাচ্ছি, সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই উৎসাহ-প্রেরণা-অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, আমার এই নাটকটি (বোধ) হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার। একজন নির্মাতা হিসেবে এখানেই আমার সার্থকতা।’ 

বোধ ছাড়াও এবারের ঈদে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর আরও কিছু নাটক প্রচারিত হয়েছে। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে 'বোধ'-ই।

নাটকের লিংক: https://youtu.be/-bMim1SvelA


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর