জনপ্রিয় ভারতীয় টিভি-শো ‘দ্য কপিল শর্মা শো’ শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে। তবে ববাররের জন্য যে শো বন্ধ হচ্ছে এমন ভাবার কোনও কারণ নেই। জানা গেছে, মাত্র কয়েক দিনের জন্যই টেলিভিশন থেকে উধাও হচ্ছে এই শো।
জানা গেছে, কিছু ক্রিয়েটিভ চেঞ্জ করতে চাইছে সোনি টিভি কর্তৃপক্ষ। তাই অল্প কিছুদিনের জন্য বন্ধ থাকছে ‘দ্য কপিল শর্মা শো’। তারপর নতুনভাবে, নতুন আমেজ নিয়ে ফের টেলিভিশনে ফিরবে এই জনপ্রিয় কমেডি অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হয় ‘দ্য কপিল শর্মা শো’। সুনীল গ্রোভার ও আলি আসগরের সঙ্গে শো চালাতেন কপিল শর্মা। ২০১৭ সালে শোটি বন্ধ হয়ে যায়। কিন্তু পরের বছরই নতুনভাবে অনুষ্ঠানটি ফের ফিরে আসে সোনি টিভিতে।
বিডি-প্রতিদিন/শফিক