নতুন করে বলার কিছু নেই শ্রাবন্তী-রোশানের সম্পর্ক নিয়ে। দু’জনে আপাতত একে অপরের থেকে আলাদা রয়েছেন। রোশন জানিয়েছেন, শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে তার আর কোনও যোগাযোগ নেই। যদিও সামাজিক মাধ্যমে তাদের ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়।
গাড়ি ড্রাইভ করতে করতে একটি ভিডিও করেছেন রোশান। পাশাপাশি ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে বিরহের গান। বাংলাদেশি শিল্পী আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’। এই গানটি মুক্তি পাওয়ার পর থেকে সমস্ত সম্পর্ক ভাঙন কেন্দ্রীক গান হয়ে দাঁড়িয়েছে।
ক্যাপশনে রোশন লিখেছেন, ‘কেবল একটি গান। কাউকে উৎসর্গ করছি না।’ ক্যাপশনে কারও নাম উল্লেখ্য করেননি রোশান সিং। অন্যদিকে, শ্রাবন্তী-রোশানের সম্পর্ক ভাঙনের কারণ এখনো স্পষ্ট নয়। আইনি পথে হেঁটে বিচ্ছেদের কথা তারা ভাবছেন কিনা তা নিয়েও কিছু জানা যায়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক