ধামাইল গান মানেই একটা ঐতিহ্য, একটা ইতিহাস। তাই এখন আর সিলেট কিংবা বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী বিশ্বের প্রায় সবাই এই ধামাইল গানের সাথে পরিচিত। রাধারমন দত্ত থেকে শুরু করে প্রতাপ রঞ্জন তালুকদার, শাহ আব্দুল করিমসহ বহু গুণীজন হাজার হাজার ধামাইল গান লিখেছেন। এই ধরনের গান নিয়ে নতুন প্রজন্মও চর্চা করছেন।
তারই ধারাবাহিকতায় ভারত-বাংলাদেশ দু’দেশের শিল্পীদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মোহন বাঁশি শোনা যায়’ শিরোনামের ধামাইল গানটি লিখেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশি গীতিকার বিপুল চন্দ, সুর করেছেন কলকাতার সাংবাদিক প্রণব কুমার চন্দ।
সিলেটের জনপ্রিয় কম্পোজার দেবাশীষ দে পল্লবের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিলেটের শিল্পী সম্পা চন্দ। গত ৭ মার্চ গানটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রিলিজ করেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সাংবাদিক নন্দিতা দত্ত ও শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যাল্যের অধ্যাপিকা সঙ্গীতা ঘোষ।
বিডি-প্রতিদিন/শফিক/যীশু