অডিশন রাউন্ড শেষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র পরবর্তী পর্ব। এনটিভির আয়োজনে সব বিভাগীয় শহরে অডিশন নিয়ে বাছাই করা হয়েছে অনন্য প্রতিভার প্রতিযোগী। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এ প্রসঙ্গে শুভ্র বলেন, ‘অডিশন রাউন্ড শেষ। ১৪২ জন বাছাই করা হয়েছে। আর আটজনকে নেওয়া হবে ওয়েটিং থেকে। ১৫ জন করে প্রতি পর্বে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। একটি পর্ব থেকে চারজন করে নির্বাচিত হবেন। ৪০ জন নিয়ে কোয়ার্টার ফাইনাল, ২০ জন নিয়ে দুটি সেমিফাইনাল এবং ১০ জন নিয়ে ফাইনাল পর্ব হবে।’
অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন আইরিন সুলতানা, শানারেই দেবী শানু ও পুলক অধিকারী। উপস্থাপক হিসেবে রয়েছেন ইভান সাইর ও আলিশা ইসলাম এবং কোরিওগ্রাফি-স্টাইলে আসাদ খান। অনুষ্ঠানটির মূল বিচারক হিসেবে যুক্ত আছেন মেহের আফরোজ শাওন, সালাউদ্দিন লাভলু এবং হৃদয় খান। 'জিপিএইচ ইস্পাত' নিবেদিত এটির প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত