পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে প্রকাশিত হবে ক্লোজআপ ওয়ান তারকা এইচ এম রানার বেশ কিছু নতুন একক গান। সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে ফিরেই পুরোদমে মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন রানা। এরইমধ্যে দর্শক শ্রোতাদের জন্য 'চিচিং ফাঁক' নামে একটি ভিন্নধর্মী গানের চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রানা।
নতুন গানের বিষয়ে রানা বলেন, গানের টাইটেল থেকে শুরু করে কথা, সুর এবং কম্পোজিশনে রয়েছে ভিন্নতা যা এর আগে কোনো গানে কখনো হয়নি। সকলের প্রতি একটি সামাজিক বার্তা পৌঁছানোই এই গানের মূল লক্ষ্য।
গানের কথা, সুর, কণ্ঠ ও সঙ্গীত পরিচালনা করেছেন রানা নিজেই এবং গানের সংগীতায়োজন করেছেন সালমান জোবায়েদ। এ গানটির ভিডিও নির্মাণ করা হবে।
বেশ কিছু টিভি নাটকের টাইটেল গান গাওয়াসহ বেশ কিছু নাটকে অভিনয়ও করতে দেখা যাবে রানাকে। পাশাপাশি তিনি এখন বিভিন্ন টিভি ও রেডিও শো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা