শিরোনাম
১১ মে, ২০২১ ১১:০২

ঈদের ১৩ নাটকে আজম খান

অনলাইন ডেস্ক

ঈদের ১৩ নাটকে আজম খান

পেশায় ব্যাংকার হলেও শখের বশে অভিনয়ের খাতিরে পর্দার জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন আজম খান। এবারের ঈদে তার ১৩টি নাটক প্রচারিত হবে।

এগুলো হলো ওয়াহিদ তারেকের ফিকশন ‘মি. কে’, মেহেদী হাসান জনির নাটক ‘ডেঞ্জার বউ’ ও ‘ঘুম সোহেল’, নূর ইমরান মিঠুর ফিকশন ‘শহরে শহর’ ও ‘টুকরো রোদ’, শাব্দিক শাহীনের নাটক ‘মেঘলা দিনের কাব্য’, মোস্তফা কামাল রাজের ফ্যামিলি এক্সপ্রেস সিরিজের নাটক ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’, রাইসুল তমালের ‘আমি প্রেম করব’, নাজমুল রনির নাটক ‘ব্যাকফায়ার’, আলমগীর রুমানের নাটক ‘পিলো হাজব্যান্ড’, সকাল আহমেদের নাটক ‘ভাড়ুয়া’, পনির খানের নাটক ‘সন্ধ্যা নামতে দেরী’, মতিন সাগরের নাটক ‘সিক্রেট মাফিয়া’।

আজম খান ৩১ বছর ধরে ব্যাংকিং সেবায় কর্মরত রয়েছেন। তিনি শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন ২০১৫ সালের ৩ জুলাই। ছাত্রজীবনেও মঞ্চে কাজ করেছেন। বিতর্ক অনুষ্ঠানের পাশাপাশি উপস্থাপনা করতেন।

আজম খান বলেন, ‘এ বছর ঈদের কাজ শুরু হয়েছিল বছরের শুরুতেই। লকডাউন শুরুর আগেই কয়েকটা কাজ শেষ করতে পেরেছিলাম। আর কিছু কাজ হয়েছে পরবর্তী সময়ে সীমিত পরিসরের শুটিংয়ে।’


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর