কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারে কন্যা হওয়ার সুবাধে সারাকে নিয়ে আলোচনার শেষ নেই। আগামী অক্টোবরেই অক্টোবরেই ২৪ বছরে পা দেবেন সারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় তিনি।
লন্ডন থেকে স্নাতক শেষ করেছেন সারা। সম্প্রতি বলিউড নায়ক শহীদ কাপুরের সাথে হিন্দি সিনেমায় সারা অভিনয় করছেন বলে গুজব ওঠে। তবে সেই গুজবে পানি ঢেলে শচীন জানান, সারার বলিউডে আসছেন না।
সারা অভিনয়ে না আসলেও বলিউড তারকা রণবীর সিংয়ের ভক্ত তিনি। ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেম নিয়ে বহু চর্চা আছে। তবে সারা ও শুভমান এ নিয়ে এখনো কিছু জানাননি।
বিডি প্রতিদিন/ফারজানা