বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছোট ছেলের নাম রাখা হয়েছে জাহাঙ্গীর আলী খান। কারিনা তার নিজের লেখা ‘প্রেগন্যান্সি বাইবেল অব কারিনা কাপুর খান’ বইয়ের একেবারে শেষে এসে নিজেদের দ্বিতীয় সন্তানের নাম জানান। খবর জি নিউজের।
এর আগে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি, দাদা তৈমুর আলী খানের কোলে একটা ছোট্ট ভাই তুলে দেন সাইফ-কারিনা। কিন্তু কিছুতেই তার নাম বা মিডিয়ার সামনে তাকে নিয়ে আসেননি সাইফিনা। উল্লেখ্য, তাদের প্রথম সন্তান তৈমুরের নামকরণ নিয়ে গোটা দেশজুড়ে আলোচনা তৈরি হয়।
বিষয়টা নিয়ে এমন শোরগোল শুরু হয় যে সাইফ আলী খান প্রথম সন্তানের নাম বদলেও রাজি হয়ে যান। কিন্তু কারিনার জেদেই তৈমুরের নাম অপরিবর্তিত রাখা হয়। তাই তৈমুরের ভাইয়ের কী নাম রাখা হয়, তাই নিয়ে আগ্রহ ছিলই। এবার সামনে এলো সাইফিনার ছোট ছেলের নাম।
বিডি-প্রতিদিন/শফিক