এবার ওটিটিতে গত রবিবার থেকে শুরু হয়েছে জনপ্রিয় ভারতীয় শো বিগবস। আর শুরুতেই বিগবসের প্রথম দিনেই তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন প্রতিযোগীরা। সবাইকে চমকে দিয়ে এতে অংশ নিয়েছেন শমিতা শেঠী। যদিও সাম্প্রতিক সময়ে ভারতের পর্ণকাণ্ডে নাম জড়িয়েছে তার পরিবারের, এর মধ্যে রিয়ালিটি শো’র অংশ হওয়া নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক।
এমনকি তিনিই বিগবসের প্রথম দিনেই সহ-প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। অভিনেতা প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা হয় শমিতার। দু’দিক থেকেই উড়ে আসতে থাকে কথার বাণ। এরকমই এক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝামেলা তুমুল আকারে পৌঁছালে শেষে বাকি সদস্যরা এগিয়ে আসেন তা থামাতে।
উল্লেখ্য, এবারের ‘বিগ বস ১৫’-র অন্যতম বড় আকর্ষণ নিঃসন্দেহে শিল্পা শেঠীর বোন শমিতা শেঠী। দুলাভাই রাজ কুন্দ্রা-র নাম পর্নকাণ্ডে জড়ানোর পর থেকে বারবার আলোচনায় এসেছেন শমিতা। তাকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন রাজ, চাঞ্চল্যকর এই দাবি নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও এই ব্যাপারে এখনো মুখ খুলেননি শমিতা-শিল্পার কেউই।
সূত্র : টিভি নাইন।
বিডি-প্রতিদিন/শফিক