ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বাবা সুস্থ হয়ে উঠছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিশা নিজেই এ তথ্য জানিয়েছেন। তিশার বাবা আবুল কালাম গেল কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাইনর স্ট্রোক হয়েছিল।
সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে তানজিন তিশা জানান, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে বাবা বাড়ি ফিরেছেন। তিনি স্ট্রোক করেছিলেন এবং গেল কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন বাবা বিপদমুক্ত, দিন দিন সুস্থ হয়ে উঠছেন।’
তানজিন তিশা আরও লিখেছেন, ‘গত কয়েকটা দিন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এখন বাবা সুস্থ হয়ে উঠছেন, তাই আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
বিডি প্রতিদিন/ফারজানা