বলিউডের অ্যাকশন হিরো হওয়া সত্ত্বেও কেন তার দাড়ি গোঁফ নেই! শুধু এই প্রশ্ন করেই নেটিজেনরা ক্ষান্ত থাকেন না। তাকে নিয়ে ট্রলের শেষ নেই, কেউ কেউ আবার তাকে নাকি কারিনা কাপুরের মত লাগে এমন খোঁচা দিতেও ছাড়েন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে এ ধরনের বিদ্রূপ মন্তব্য বিয়ে এবার মুখ খুললেন জ্যাকি শ্রফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই মাচো হিরো নিজের ছেলেকে ট্রল করার বিষয়ে বলেন, এরকম মাচো মাচো তুলনা প্রসঙ্গে বলতে চাই, সে এখনো অনেক ছোট। এখনো বড় হচ্ছে। মানুষ তাকে যেভাবে দেখতে চাই সে তেমন নয় এটাই আমার ভালো লাগে। মানে জ্যাকি শ্রফের ছেলে হয়েছে বলে মুখ ভর্তি দাড়ি নিয়ে জন্মাবে তা তো নয়।
জ্যাকি শ্রফ আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় মিম নিয়ে তার (টাইগার শ্রফ) উত্তরগুলো দেখুন। তার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তার কাজ সম্পর্কে ধারণা রয়েছে। সে ভালো করেই জানে পর্দায় তাকে হয় নাচতে হবে না হলে অ্যাকশন দৃশ্য করতে হবে। আর সে এ দু’টোই খুব ভালোভাবে করে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক