বলিউড অভিনেতা অভিনেতা রঞ্জিত বেদী, যিনি সিনেমায় এত এত ধর্ষণ দৃশ্যে অভিনয় করেছেন যে ইংরেজিতে তার নামই হয়ে গিয়েছিল ‘রেপ স্পেশালিস্ট’। কোনো ছবিতে ধর্ষণ অথবা যৌন হেনস্তার দৃশ্য থাকলে নায়িকারা নাকি তাকে নেয়ার জন্য পরিচালকদের পরামর্শ দিতেন। তবে এখন উল্টোচিত্র, তার হাতে কাজ খুবই কম।
প্রায় ২০০টির ওপর হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা রঞ্জিত সম্প্রতি ‘কপিল শর্মা শো’-তে এসে নিজের অভিনয় জীবন এবং সত্তর ও আশি দশকের চলচ্চিত্র জগতের ছবিটি তুলে ধরলেন। তিনি জানান, ‘শর্মিলি’ ছবিতে রাখি গুলজারের সঙ্গে তার দৃশ্য দেখে বাবা-মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।
রঞ্জিতের কথায়, ‘রাখির চুল ধরে টানছি, শাড়ি টেনে ছিঁড়ে দিচ্ছি। এসব দেখে মা-বাবা বলেছিল, আমি বাবার নাম খারাপ করছি। এমনকি অমৃতসরে আমাদের দেশের বাড়ির প্রতিবেশীদের সমালোচনায় আগেভাগেই ভয় পেয়ে গিয়েছিলেন তারা।’ তাও নায়িকারা রঞ্জিতের সঙ্গে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন। বিশেষ করে ধর্ষণ অথবা যৌন হেনস্তার দৃশ্যগুলোতে রঞ্জিতের ওপরই বেশি ভরসা রাখতেন নায়িকারা।
সাক্ষাৎকারে তিনি মশকরা করে আরও বলেন, তবে যেদিন থেকে নায়িকারা ছোট পোশাক পরা শুরু করলেন, সেদিন থেকে আমার আর প্রয়োজন পড়ল না সিনেমায়। ছোট পোশাক টেনে খুলে ফেলা তো দরকার পড়ত না আর। রঞ্জিতের বক্তব্য শুনে কপিলের শো-তে সবাই হেসেই খুন। ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপটিও।
সূত্র : টাইমস নাও।
বিডি-প্রতিদিন/শফিক