শুধু বাংলাদেশের ছবি নিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’টি চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় বারের মতো ভারতের আসামের গুয়াহাটি ও ত্রিপুরার আগরতলায় ৩৫টি ঢাকাই সিনেমা দেখানো হবে।
জানা গেছে, চলতি মাসের ২১ থেকে ২৩ অক্টোবর ত্রিপুরার আগরতলায় ‘দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ ও ২৪ থেকে ২৯ অক্টোবর আসামের গুয়াহাটিতে ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। বাছাই করা ৩৫টি চলচ্চিত্র থেকে যাচাই-বাছাই করে আরেকটি সংক্ষিপ্ত তালিকা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এমন তথ্যই নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই উৎসবের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ৩৫ চলচ্চিত্রের মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক সিনেমা ‘হাসিনা : আ ডটার'স টেল’।
এছাড়া আরও রয়েছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘জালালের গল্প’, ‘অমি ও আইসক্রিমঅলা’, ‘অনিল বাগচীর একদিন’, ‘যদি একদিন’, ‘জিরো ডিগ্রি’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘আয়নাবাজি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্ত্বা’, ‘রাজনীতি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জ্বালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘জান্নাত’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মত মানুষ পাইলাম না’, ‘আবার বসন্ত’, ‘মায়া: দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘গেরিলা’, ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘রূপসা নদীর বাঁকে’।
যাচাই-বাছাই কমিটি গেল পাঁচ বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকেই ৩৫টি বাছাই করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বাইরের দেশের বিভিন্ন উৎসবে প্রশংসাকে এখানে গুরুত্ব দেয়া হয়েছে। শিগগিরই একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সেই তালিকার ছবিগুলোই দুটি উৎসবে যাবে।
বিডি-প্রতিদিন/শফিক