আধুনিক বাংলা সাহিত্যের সফল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রেয়নম্যাগ এবং ফ্লিকার এন্টারটেইনমেন্ট-এর যৌথ উদ্যোগে পরিবেশিত হলো ‘যদি মন কাঁদে’ গানটির দ্বিতীয় অধ্যায়।
লন্ডন প্রবাসী অধ্যাপক মোহাম্মদ ফজলের কথা ও এস আই টুটুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন। গানটি প্রকাশিত হয় লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। প্রথম গানটির আলাদা কোন মিউজিক ভিডিও না থাকলেও দ্বিতীয় অধ্যায়ের গানটির একটি মিউজিক ভিডিও থাকছে। সম্প্রতি নুহাশপল্লীতে যার দৃশ্যায়ন পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার।
গানটি নিয়ে মেহের আফরোজ শাওন বলেন, গানটির বিষয়ে যখন আমাকে প্রথম বলা হয় আমি খুব একটা গুরুত্ব দেয়নি। ‘যদি মন কাঁদে’ আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। এর যে দ্বিতীয় অধ্যায় হতে পারে আমি নিজেও এ বিষয়ে নিশ্চিত ছিলাম না। নতুন গানের কথাগুলো বারবার শুনে এই গানটি করার সিদ্ধান্ত নেই। আশাকরি প্রথম গানটির মতো এই গানটিও সবার ভালোবাসা অর্জন করবে।
বিডি-প্রতিদিন/শফিক