‘জিরো’ ছবির ব্যর্থতার পর দীর্ঘ সময় নতুন কোনো ছবির কাজ হাতে নেননি। করোনাভাইরাসের সংক্রমণ কমে এলে শাহরুখ খানের একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গিয়েছিল। এরই একটি হলো ‘পাঠান’। ছবির শুটিংও শুরু করেছিলেন বলিউডের প্রভাবশালী এ অভিনেতা। কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল ভারতের বাইরে। এরপরই ছেলে আরিয়ান মাদক কাণ্ডে আটক হওয়া থমকে যায় সবকিছু।
আরিয়ান প্রায় একমাস পর বাড়ি ফিরলেও এখন আর সবকিছু আগের মতো নেই। ছেলেকে নিয়ে তিনি বেশ চিন্তিত। এ জন্য আরিয়ানকে বাড়িতে রেখে শুটিংয়ে ফিরলেও তিনি নির্মাতাদের জুড়ে দিয়েছেন নতুন শর্ত।
খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শর্তগুলোর মধ্যে আছে শাহরুখের ছবির টানা শুটিং করা যাবে না। নির্দিষ্ট সময় পরপর তিনি যাতে ঘরে ফিরতে পারেন সেই সুযোগ রাখতে হবে। তার অনুপস্থিতিতে যাতে অন্য শিল্পীদের দিয়ে কাজ চালানো যায় এবং নির্মাতা যাতে ক্ষতির মুখে না পড়েন তার জন্যও ব্যবস্থা নিতে হবে।
‘পাঠান’ ছবিতে শাহরুখের সহশিল্পী দীপিকা পাড়ুকোন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও।
বিডি প্রতিদিন/ফারজানা