নিজের ছেলে অভিষেক বচ্চনের আসন্ন 'বব বিশ্বাস' এক ঝলক দেখে আবেগ আপ্লুত হয়েছেন অমিতাভ বচ্চন। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া ঠান্ডা মাথার খুনির ভূমিকায় ছেলেকে দেখে মুগ্ধ তিনিও।
শনিবার এক টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, তোমাকে নিজের ছেলে বলতে আমার গর্ব হয়। পাল্টা উত্তরে ‘জুনিয়র বি’ লিখেছেন, তোমায় ভালবাসি বাবা। তুমি সারা জীবন আমাদের বিগ বি থাকবে।
উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’-এর প্রচার ঝলক। ২ মিনিট ৩৩ সেকেন্ড জুড়ে টানটান উত্তেজনা, রহস্যের ভাঁজ। আর চেনা ছকের অনেকটা বাইরে থাকা অভিষেক।
এই ছবিতে তিনি আপাত স্বল্পভাষী, নির্বিরোধী চেহারার। কিন্তু সেই লোকই হাসতে হাসতে মানুষ খুন করে!ছবির সেই প্রচার ঝলক দেখেই টুইটে ছেলের ঢালাও প্রশংসা করেছেন অমিতাভ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক