পর্নোকাণ্ডের মামলায় স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারের পর থেকে শিল্পা শেঠির আলাদা হয়ে যাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে বিচ্ছেদের কানাঘুষা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন শিল্পা।
১২তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে লেখা এক খোলা চিঠিতে স্বামীর ভালো ও খারাপ সময়ে পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। শিল্পা লিখেছেন, এই মুহূর্তে আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটা কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভবিবাহবার্ষিকী, কুকি।
এই লেখার সঙ্গে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন শিল্পা। ইনস্টাগ্রামের ওয়ালে সাজিয়ে রাখলেন তাদের আজীবন ভালোবাসার গল্প।
উল্লেখ্য, পর্নোকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রাজ। দিন কয়েক আগেই জনসমক্ষে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন শিল্পা। সেদিন ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে গেছিলেন তারা।
বিডি-প্রতিদিন/শফিক