বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন ২৮ জানুয়ারি শুধু ভোটার ও ভোট সংশ্লিষ্ট মানুষদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়েছে। এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই নাখোশ হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এফডিসির সামনে আন্দোলন শুরু করেছেন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের নেতা-কর্মীরা।
আন্দোলনে অংশ নিয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমার যদি চলচ্চিত্রে মানুষ হয়ে থাকি তাহলে এই এমডি এফডিসিতে থাকতে পারবেন না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। আমরা রাস্তায় শুয়ে থাকবো। এই এমডিকে নিয়ে আমরা এফডিসিতে কাজ করতে চাই না। এই এমডি আমাদের চান না। এই এফডিসি গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে তার স্মৃতি ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। আমরা জেনেছি তার ব্যাকগ্রাউন্ড ভালো না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে এবার দুটি প্যানেল হয়েছে। এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন শিল্পীদের একটা প্যানেলকে সাপোর্ট করেছেন। তার জন্য আমাদের ঢুকতে দেননি। কারণ আমরা পরিচালকরা এফডিসিতে ঢুকলে ভালো মানুষ পাশ করতো। খারাপ মানুষ হেরে যেতে পারে, তার ভয়ে তিনি আমাদের এফডিসিতে ঢুকতে দেননি। এই কাজের জন্য এফডিসিতে উনি থাকতে পারবেন না। উনি থাকলে আমরা থাকবো না।’
বিডি প্রতিদিন/ফারজানা