উপমহাদেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের শারিরীক অবস্থার ফের অবনতি হয়েছে। আজ শনিবার দুপুরে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিকিৎসক ডা. প্রতীত সামদানি বলেছেন, লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চিকিৎসকরা নিবিড়ভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।
করোনা শনাক্ত হওয়ার পর জানুয়ারির শুরুর দিকে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নিউমোনিয়াও ধরা পড়ে। লতা মঙ্গেশকরকে আইসিইউতেও রাখা হয়েছিল। ২৮ জানুয়ারির দিকে অবস্থা উন্নতি হয়েছিল তার।
বিডি প্রতিদিন/ফারজানা