বিশ্বের সাড়াজাগানো টিভি সিরিজগুলোর একটি ‘গেম অব থ্রোনস’। প্রায় এক দশক ধরে চলেছে এ সিরিজ। এবার বিশেষ প্রতিবেদনে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’র সিক্যুয়েল আসছে। পর্দায় দেখা যাবে জন স্নো চরিত্র রূপায়নকারী কিট হ্যারিংটনকেও।
২০১১ থেকে ২০১৯ পর্যন্ত চলেছে ব্লকবাস্টার ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’। সিক্যুয়েলের বিষয়ে এইচবিও এবং কিট হ্যারিংটন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
জর্জ আর আর মার্টিনের কল্পকাহিনী নির্ভর বইয়ের ওপর ভিত্তি করেই সিক্যুয়েলের কাহিনী এগিয়ে যাবে। জানা গেছে, মার্টিন এখনো বইয়ের লেখা শেষ করেননি। আরিয়া স্টার্ক ও সানসা স্টার্ককে দেখা যেতে পারে সিক্যুয়েলে।
সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা