অস্কার জয়ী কানাডিয়ান চিত্রনাট্যকার ও নির্মাতা পল হাজিজকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে মাস্টারক্লাস নিতে তিনি ইতালি গিয়েছিলেন। অনুষ্ঠান শুরু হবে আগামী ২১ জুন। এর আগেই এক বিদেশি নারীকে যৌন হয়রানির অভিযোগে ইতালির দক্ষিণাঞ্চলীয় এলাকা অস্তুনিতে গ্রেফতার হয়েছেন তিনি।
ভুক্তভোগী নারীর পরিচয় জানা যায়নি। তবে সেই নারী ইতালির নাগরিক নন বলে জানা গেছে। অভিযোগ বলা হয়েছে, পল হাজিজ ওই নারীকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন।
পল হাজিজ সেরা ছবি ক্যাটাগরিতে অস্কার জয়ী ‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘ক্রাশ’ ছবির জন্য পরিচিত। দুটিই ছবিই অস্কারের আসরে সেরা ছবি ক্যাটাগরিসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল। ‘মিলিয়ন ডলার বেবি’র চিত্রনাট্য লিখেছিলেন পল হাজিজ। ‘ক্রাশ’ ছবিটি তিনি নিজেই পরিচালনা করেছেন।
সূত্র: ভ্যারাইটি সাময়িকী ও মিরর
বিডি প্রতিদিন/ফারজানা