ঈদে ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। দ্বিতীয় সপ্তাহে ছবিটির সিনেমা হলের সংখ্যা পাঁচগুণ বেড়েছে। বর্তমানে ৫৫টি সিনেমা হলে ‘পরাণ’ চলছে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অভি কথাচিত্র।
অভি কথাচিত্র জানিয়েছে, কয়েকটি হলে এক মাস ঈদের অন্য সিনেমা চালানোর ঘোষণা দিয়েছিল। সেখানেও ‘পরাণ’ চালাচ্ছে আজ থেকে। আমরা ঢাকায় প্রচুর সাড়া পেয়েছি, যার জন্য দ্বিতীয় সপ্তাহে এমন সফলতা।
ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
বিডি প্রতিদিন/ফারজানা