এক বছরের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন হলিউড অভিনেতা অ্যাস্টন কুচার। এসময় তার শ্রবণ, দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেয়। এমনকি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেননি তিনি। সোমবার ৪৪ বছর বয়সী অভিনেতা নিজেই এ তথ্য জানিয়েছেন।
অ্যাস্টন কুচার একটি বিশেষ ভিডিও ক্লিপে জানান, ‘দুই বছর আগে আমি এই ভাসকুলিটিসের (রক্তনালীর প্রদাহ) ব্যতিক্রমী ও সবচেয়ে বিরল প্রজাতিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি। দেখতে অসুবিধা হতো। শুনতে সমস্যা হতো। জীবনের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। স্বাভাবিক জীবনে ফিরতে এক বছর সময় লেগেছে আমার’।
অ্যাস্টন কুচার আরও বলেন, ‘আমি জানতাম না কখনো আমি আগের মতো দেখতে পাবো কি না। জানতাম না আগের মতো শুনতে পাবো কি না বা হাঁটতে পারবো কি না। আমি ভাগ্যবান যে আমি বেঁচে আছি’।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা