বর্তমানে ললিত মোদীর সঙ্গে প্রেম করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তবু প্রাক্তন প্রেমিক রোহমান শলকে ভুলতে পারেননি? সুস্মিতা সেনের পারিবারিক অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই আবারও এ নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটমাধ্যমে।
মঙ্গলবার সুস্মিতার মা শুভ্রা সেনের জন্মদিনে জাকজমক আয়োজন ছিল তাদের বাসভবনে। সেখানেই হাজির ছিলেন রোহমান শল। তবে ওই অনুষ্ঠানে দেখা যায়নি ললিত মোদীকে।
প্রাক্তন আইপিএল কর্তা ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা ঘোষণা হতেই ভারতজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। সমস্ত বিরূপ প্রতিক্রিয়া হাসিমুখে সামলে নিয়েছেন যুগলে। সুস্মিতা তার অনুরাগীদের উদ্দেশ্যে তখন লিখেছিলেন, “চেনা পৃথিবীটা এত বদলে গিয়েছে দেখে খারাপ লাগছে। মানুষের মন এত সংকীর্ণ হয়ে গেল কবে থেকে?”
অন্যদিকে ৫৬ বছর বয়সী ললিতও ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘‘দু’জন সমমনস্ক মানুষ কাছাকাছি আসতে পারে না? এ কোন শতাব্দীতে বাস করছি?”
তারা ছুটি কাটাতে গিয়েছিলেন একসঙ্গে। তবে তারপর আর একসঙ্গে দেখা যায়নি ললিত-সুস্মিতাকে। বরং প্রেম উদযাপনের পর এই প্রথম মায়ের জন্মদিনে রোহমানকেই দেখা গেল সুস্মিতার সঙ্গে।
জন্মদিনের অনুষ্ঠানে লাইভেও এসেছিলেন সুস্মিতা। মায়ের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তখন রোহমানকেও পিছনে দেখা যায়, সুস্মিতার দুই কন্যা এবং অন্যান্য সদস্যের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন তিনি। তা দেখে ফের নতুন জল্পনা। তবে কি রোহমানই এখনও ঘরের ছেলে? ললিত সেই জায়গা আদৌ নিতে পারবেন কি?
২০১৮ সালে কাছাকাছি এসেছিলেন সুস্মিতা আর রোহমান। ২০২১-এ তারা ঘোষণা দিয়ে আলাদা হয়ে যান। তার পর ২০২২। ললিত-সুস্মিতা জুটি এ বছরে সবচেয়ে বেশি চর্চিত বিষয়।
বিডি প্রতিদিন/কালাম