আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হনসিকা মোতওয়ানি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বাগদান সম্পন্ন হওয়ার খবর শেয়ার করলেন এই অভিনেত্রী। যতই বিয়ের সময় এগিয়ে আসছে ততই সামনে আসছে চমকপ্রদ সব তথ্য।
জানা গেছে, হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। হনসিকার এটি প্রথম বিয়ে হলেও সোহেলের দ্বিতীয়। শুধু তাই নয়, সোহেলের প্রথম বিয়ের দাওয়াতও খেয়েছেন এই নায়িকা। যার ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর চর্চা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৬ সালে রিঙ্কি বাজাজের সঙ্গে বিয়ে হয়েছিল হংসিকার হবু স্বামী সোহেলের। গোয়াতে তাদের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে হাজির হয়েছিলেন হনসিকাও।
সোহেলের আগের বিয়ের ভিডিওতে এ অভিনেত্রীকে নাচতেও দেখা গিয়ে। তার একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। এ ভিডিওতে দেখা যায়, হলুদ অনুষ্ঠান থেকে বিয়ের প্রায় সবকটি অংশে উপস্থিত রয়েছেন হনসিকা।
এ ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশ্ন- তবে কি হংসিকার কারণে ভেঙে গেছে সোহেল-রিঙ্কির সংসার? যদিও এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। উল্লেখ্য, গত বুধবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে দীর্ঘদিনের প্রেমিক মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে বাগদানের একটি ছবি শেয়ার করেছেন হনসিকা।
ছবিতে দেখা গেছে, আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে মাঝ রাস্তাতে মোমবাতি জ্বালিয়ে রোমান্টিক স্টাইলে হনসিকাকে প্রপোজ করছেন প্রেমিক সোহেল! একই সঙ্গে সেখানে ফুল দিয়ে লেখা, ‘ম্যারি মি’।
বিডি-প্রতিদিন/শফিক