বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব হোসেন। এবার জানা গেল, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বাংলাদেশ থেকেও একজন অভিনেত্রী থাকছেন। তিনি পেশায় মডেল। ‘স্পর্শ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার।
‘স্পর্শ’ ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন ও কলকাতার নির্মাতা অভিনন্দন দত্ত। প্রযোজনা করবে বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’।
ঋতুপর্ণা বললেন, ‘‘অনেক দিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও বেশ অন্য রকম। মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। এর বেশি এখনই বলতে চাইছি না।’’
কলকাতার নির্মাতা অভিনন্দন জানান, ‘‘গল্পটা খুবই আকর্ষণীয়। তা ছাড়া যৌথ প্রযোজনা। তাই এখনই সবটা বলে দিতে চাইছি না।’’
বিডি প্রতিদিন/ফারজানা