এবার ‘পোড়ামন-৩’ নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই ছবিতে নায়িকা প্রেমা ইসলামের ছবি প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রেমা। তারপর তার অডিশন নিয়েছি। এরই মধ্যে তাকে অভিনয়ের যাবতীয় বিষয়ে প্রশিক্ষণও দিয়েছি।
এদিকে, সিনেমার নায়ক কে হবেন, তা এখনও নির্বাচন করা হয়নি। ছবির গল্প লেখা শেষ হলে নায়ক ঠিক করা হবে বলে জানা গেছে।
সূত্র বলছে, ‘পোড়ামন-৩’ এর শুটিং শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। আবদুল আজিজের কাহিনি ও সংলাপে ছবিটি নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফি।
বিডি-প্রতিদিন/শফিক