বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে বেলাল খান ও অবন্তী সিথির কন্ঠে নতুন দ্বৈত গান 'তুমি কী আমার বন্ধু হবে'। ‘তুমি কী আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দুঃখ যত/ তুমি কী আমার স্বপ্ন হবে, জোনাক জ্বলা রাতের মতো’-এমন কথাগুলো লিখেছেন আকরাম হোসাইন। গানটিতে সুরারোপ করেছেন বেলাল খান।
শোভন রয়ের সংগীতায়োজনে গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজার ও তার আশে পাশের মনোরম লোকেশনে। গানের বর্ণিল গানচিত্রে অভিনয় করেছেন রাকিব হোসাইন ও নুসরাত জাহান অন্তরা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর।
গান প্রসঙ্গে বেলাল খান বলেন- ‘একেবারে নিরেট প্রেমের একটি গান। মিষ্টি বলতে যা বোঝায় তেমন। মিউজিকি ভিডিওতেও টাচি একটা গল্প রয়েছে। ভালো সাড়া পাচ্ছি।’
অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘এমন মেলোডিয়াস গান করতে আমার বরাবরই ভালো লাগে। এটিও দারুন লেগেছে।’
ভিডিও লিংক:
বিডি প্রতিদিন/এএম