কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পের চলচ্চিত্র ‘সাঁতাও’। ছবিটির পরতে পরতে আর ফ্রেমে ফ্রেমে নির্মাতা তুলে এনেছেন যাপিত জীবনের নানা গল্প।
আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাচ্ছে ভিন্নধর্মী গল্পের এই চলচ্চিত্রটি। এরই প্রাক্কালে গতকাল শুক্রবার সন্ধ্যায় ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন। পরিচালনা করেছেন খন্দকার সুমন।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত এই চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকদের উপচেপড়া ভিড় মুক্তির আগেই ছবিটিকে সফলতার পথে একধাপ এগিয়ে রেখেছে। চলচ্চিত্রটির প্রতিটি ফ্রেমের টান টান উত্তেজনা জাদুঘরের প্রধান মিলনায়তনে আগত দর্শকদের মাঝে উন্মাদনার সৃষ্টি করেছে। কখনো করতালিতে আনন্দ আর উল্লাস প্রকাশ আবার কখনো সংগ্রামী মানুষের যাপিত জীবনের দুর্দশা আর হতাশা পিনপতন নীরবতা এনে দেয় গোটা মিলনায়তনে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, আফ্রিনা বুলবুল, কামরুজ্জামান রাব্বী, জুলফিকার চঞ্চল, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।
সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, লায়লা তাজনূর সাউদী, লিমা হক।
উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক শরিফ উল আনোয়ার সজ্জন, পরিচালক খন্দকার সুমন।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে ‘সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে ভারতের গোয়া শহরে ছবিটির আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, একই সময় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’।
ছবিটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খান, অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত