তেলুগু সিনেমার তরুণ অভিনেতা সুধীর বর্মার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিশাখাপত্তনমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তার অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ তেলুগু সিনেমা জগৎ।
কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, সুধীর ‘আত্মহত্যা’ করেছেন। ঠিক যেমনভাবে ২০২০ সালের ১৪ জুন মাত্র চৌত্রিশ বছরে আচমকাই ফুরিয়ে গিয়েছিলেন বলিউডের সুশান্ত সিং রাজপুত। ৩৩ বছর বয়সী সুধীরের অস্বাভাবিক মৃত্যু সুশান্তের মৃত্যুকে মনে পড়িয়ে দিচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি।
সুধীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমাজগতের অনেক শিল্পী। ‘কুণ্ডানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সহ-অভিনেতা সুধাকর কোমাকালু টুইটারে লিখেছেন, “একজন সত্যিকারের ভাল মনের মানুষ চলে গেল।... তোমার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত খুবই সুন্দর। তুমি আর নেই তা বিশ্বাস করতে পারছি না। ওম শান্তি।”
থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। বড়পর্দায় পা রাখেন ২০১৩ সালে ‘স্বামী রা রা’ ছবির মাধ্যমে। তার দ্বিতীয় ছবি ‘দোচে’। নাগা চৈতন্য এবং কৃতী স্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন এই ছবিতে। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন সুধীর। ২০১৭ সালে ‘কেশভা’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন তিনি নিজেই।
গত মাসে টেলি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল বিনোদন জগতকে। তার আগে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। ফের বিনোদন জগতের আরেক অভিনেতার এমন অস্বাভাবিক মৃত্যু! তবে কীভাবে সুধীরের মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম