দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে। যার প্রতিফলন দেখা যাচ্ছে ছবিটির বক্স অফিস সাফল্যে। শাহরুখের ‘পাঠান’ ঢেউ আছড়ে পড়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের বুকেও। কাশ্মীরের প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। ৩২ বছর পর এমন দৃশ্য দেখা গেছে সেখানে।
প্রায় তিন দশক পর ভূস্বর্গের হলগুলোতে সিনেমাপ্রেমীদের জনজোয়ার। ছবি দেখতে দলে দলে হলমুখী হলেন দর্শক। বিভিন্ন হলের সামনে ঝোলানো 'হাউসফুল' বোর্ড তারই প্রমাণ। এ বিষয়টিই টুইট করে কিং খানকে ধন্যবাদ জানিয়েছে মাল্টিপ্লেক্স চেইন আইনক্স মুভিজ। তারা টুইটে লিখেছে, দীর্ঘ ৩২ বছর পর বহু প্রতীক্ষিত 'হাউসফুল বোর্ড' ফিরে এলো কাশ্মীর উপত্যকায়। আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ।
গত ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত পাঠান ছবিটি। আর শুরুতেই বক্স অফিসে ঝড় তোলে যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি। কার্যত পাঠানের হাত ধরেই দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরে আসে বলিউডের বাদশা। শাহরুখের সেই ফিরে আসাকে স্মরণীয় করে তুলতে অন্যতম ভূমিকা পালন করে ভারতের মাল্টিপ্লেক্সগুলো।
আশির দশকেও কাশ্মীর উপত্যকায় প্রায় এক ডজনের বেশি প্রেক্ষাগৃহ থাকলেও, ক্রমাগত সন্ত্রাসীদের হুমকির কারণে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হুমকির মধ্যেই ২০২২ সালের সেপ্টেম্বরে উপত্যকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের দরজা খুলে যায়, দেখানো হয় আমির খান অভিনীত লাল সিং চাড্ডা ছবিটি। তবে সে সময়ও প্রেক্ষাগৃহে দর্শকদের এই উন্মাদনা চোখে পড়েনি, যা পাঠানকে ঘিরে দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক