ঈদে মুক্তির মিছিলে আলোচনায় এলো আরও একটি সিনেমা ‘লোকাল’। গতকাল শনিবার জনপ্রিয় অভিনত্রী শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত এই ছবির অ্যাকশনে ভরপুর ট্রেলারটি নেটিজেনদের প্রশংসা পাচ্ছে।
পৌনে তিন মিনিটের ট্রেলার দেখে আঁচ করা যাচ্ছে, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে।ট্রেলারের কয়েকটি সংলাপ আলাদা করে কানে লাগছে দর্শকের। যেমন আদরের মুখে- ‘আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’।
এছাড়া প্রেম রসায়নের দৃশ্যে আদর বলেছেন, ‘যদি হঠাৎ একটা আউলা বাতাস আইসা সবকিছু ছারখার কইরা উড়াইয়া লই যায়, তখন?’ এর বিপরীতে বুবলীর জবাব, ‘তখন তুই আমার হাতটা ঠিকমতো ধইরা রাখিস। আমিও তোর সাথে ছারখার হমু। উইড়া যামু সেই বাতাসে।
আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।
উল্লেখ্য, শবনম বুবলী ও আদর আজাদ জুটির দ্বিতীয় ছবি ‘লোকাল’-এ। তারা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক