গত ৭ এপ্রিল হলি স্টেপ স্টুডিওর ইউটিউব চ্যানেলে জুবায়ের আহমাদ তাশরীফের কণ্ঠে রিলিজ হয় জনপ্রিয় ইসলামিক গান "মনের ঘরেতে"। অল্প কয়েক দিনেই গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসিত হয়।
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুবায়ের আহমাদ তাশরীফের কণ্ঠে আসছে "এলো ঈদুল ফিতর" নামে একটি গান। গানটি লিখেছেন মোজাম্মেল হুসাইন আলিফ। সুর করেছেন হাবিবুল্লাহ নূর। এই গানটি রেকর্ড করা হয়েছে জনপ্রিয় ইসলামিক মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান হলিটিউন থেকে। গানটি ঈদের আগেই অবমুক্ত করা হবে হলি স্টেপের ইউটিউব চ্যানেলে।
জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, আমার আলোচনা মানুষ যেমন পছন্দ করেন, তেমন আমার গাওয়া ইসলামিক সঙ্গীতও পছন্দ করছেন–এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/রণক