অবশেষে শাহরুখ খান ও সালমান খান ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। এবার সালমানের পরবর্তী সিনেমা টাইগার ৩-এর সেটে আবার একসাথে দেখা যাবে দুই বলিউড খানকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর বলছে, আগামী ৮ মে একসাথে শুটিংয়ে অংশ নেবেন সালমান ও শাহরুখ।
এনডিটিভিকে বিশেষ সূত্র জানিয়েছে, আদিত্য চোপড়ার গোয়েন্দা জগতের মুভিতে আবারও একসাথে দেখা যাবে বলিউডের দুই সুপারস্টারকে। আট মে তারা শুটিংয়ে অংশ নেবেন।
এর আগে শাহরুখের মেগা ব্লকবাস্টার সিনেমা পাঠানে বিশেষ ভূমিকায় হাজির ছিলেন সালমান খান। শাহরুখের সাথে পাল্লা দিয়ে অল্প কয়েক মিনিটেই তিনি পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন। অনেকদিন পর দুুই খানকে একসাথে পর্দায় দেখে দর্শকরাও চমকে উঠেছিলেন।
জানা গেছে, টাইগারের সিরিজের এই সিনেমার জন্য কমপক্ষে এক সপ্তাহ একসঙ্গে শুটিং করবেন শাহরুখ ও সালমান।
বিডি প্রতিদিন/নাজমুল