জওয়ান সিনেমার সহশিল্পী নয়নতারাকে মারদাঙ্গা লুকে দেখা গেছে নতুন পোস্টারে। আর সেই পোস্টারটি বলিউড অভিনেতা খোদ শাহরুখ খানই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
নয়নতারার এমন মারকুটে অ্যাকশনি পোস্টারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘তিনি সেই বজ্র, যা ঝড়ের আগে আসে।’
এই পোস্টের নীচেই শাহরুখ ভক্তদের কমেন্টের হিড়িক পড়ে যায়। তাদের একজন লিখেছেন, ‘বস লেডি।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের দুজনকে একসাথে দেখতে তর সইছে না।’
চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের নতুন সিনেমা জওয়ান।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল