চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলিপাড়ার সর্বত্র এখন যেন তাদেরই প্রেমের গুঞ্জন। দীর্ঘ দিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষা চলছিল তাদের এই সম্পর্ক নিয়ে। সম্প্রতি সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন তারা। দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার ফ্যাশন শোয়ে এক সঙ্গে র্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখনও দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন।
সম্প্রতি বিদেশের মাটিতেও ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছেন আদিত্য এবং অনন্যা। অনুরাগী এবং ফটোগ্রাফারদের ক্যামেরাকে পাত্তা না দিয়ে প্রকাশ্যে প্রেম করে বেরিছেন চর্চিত এই যুগল।
অবশেষে দিন কয়েক আগে দেশে ফেরেন আদিত্য ও অনন্যা। বিমানবন্দরে চর্চিত যুগলকে একসঙ্গে দেখা না গেলেও দুই অভিনেতার চোখমুখের ভাবভঙ্গিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল তাদের সমীকরণ। মায়ানগরীতে পা রেখেও প্রেমে ভাটা পড়েনি চর্চিত যুগলের।
সম্প্রতি অনন্যাকে নিয়ে গাড়িতে করে কোথাও যেতে দেখা গিয়েছিল আদিত্যকে। এবার জানা গেল, একসঙ্গে একটি ছবি দেখতে গিয়েছিলেন তারা। সম্প্রতি মুক্তি পেয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ওই ছবিই দেখতে গিয়েছিলেন আদিত্য ও অনন্যা। প্রেক্ষাগৃহে একাধিক অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অন্যদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় বিদেশে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন অনন্যার মা ভাবনা পাণ্ডে। সেই ছবিতে রয়েছেন চাঙ্কি পাণ্ডে, ভাবনা নিজে। তাছাড়াও দেখা গেছে অনন্যার ছোট বোন রাইসাকেও। স্পেনে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তারা সবাই। ইনস্টাগ্রামে ভাবনার পোস্ট করা এই ছবি দেখে অনুরাগীদের প্রশ্ন, তবে কি অনন্যার গোটা পরিবারের সঙ্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন আদিত্য? চর্চিত যুগলের সম্পর্কে কি তবে সিলমোহর দিয়েছে অনন্যার পরিবারও?
বিডি প্রতিদিন/কালাম