হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আটক আসামি আবু আহম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদির আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ দিন সকালে হাতিরঝিল থানা পুলিশ জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। হিরো আলম সকালে আদালতে উপস্থিত হন। এরপর আদালত তদন্তের নির্দেশ প্রদান করেন। সোমবার রাতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডি করেন।
হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক