চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার নিতে গিয়েছিলেন স্প্যানিশ তারকা গ্যাব্রিয়েল গুয়েভারা। সে অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাইম ভিডিও সিরিজ মাই ফল্টের এই জনপ্রিয় অভিনেতার (কালপা মিয়া) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছিল।
গত রবিবার অনুষ্ঠিত আইএল ফিল্মিং ইতালি বেস্ট মুভি অ্যাওয়ার্ডে অংশ নেয়ার জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন গ্যাব্রিয়েল। আর সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। মাই ফল্ট-এ অভিনয়ের জন্য ইভেন্টের আইএল ফিল্মিং ইতালি বেস্ট মুভি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইয়াং জেনারেশনে ভূষিত হওয়ার কথা ছিল এ স্প্যানিশ তারকার।
এদিকে গ্যাব্রিয়েলকে গ্রেফতারের পর বিবৃতি প্রকাশ করেছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। বিবৃতিতে বলা হয়েছে, ৮০তম এই অনুষ্ঠানে অফিশিয়ালি আমন্ত্রিত অতিথি ছিলেন না গ্যাব্রিয়েল। এছাড়া আইএল ফিল্মিং ইতালি বেস্ট মুভি অ্যাওয়ার্ড উদ্যোগের আয়োজকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা সতর্কতা হিসেবে পুরস্কার স্থগিত করেছে তার (গ্যাব্রিয়েল গুয়েভারা)। তার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণের জন্য অপেক্ষা করছে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
বিডি-প্রতিদিন/শফিক