‘পাঠান’-এর পর ফের একবার ‘জওয়ান’ দিয়ে ঝড় তুললেন বলিউড কিং শাহরুখ খান। শুধু ভারত নয়, বিশ্বব্যপী বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে পুরোনো অনেক রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনেও এ ধারাবাহিকতা বজায় রয়েছে।
ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট রমেশ বালা-র রিপোর্ট বলছে, প্রথম দিনে ছবিটি ভারত ও ভারতের বাইরে মিলিয়ে প্রায় ১৫০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে। ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শও জওয়ান অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জার্মানি ও ইউকে-তে কেমন ফল করেছে তার রিপোর্ট পেশ করেছেন।
টুইটারে তরণ লিখলেন, ‘এক্সক্লুসিভ ডেটা, এসআরকে নিজের আধিপত্য বিস্তার করেছে গোটা বিশ্বে। আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা।’ আর রমেশ টুইট করেন, ‘জওয়ান ১৫০ কোটি রুপির বেশি আয় করে খাতা খুলেছে বিশ্বব্যপী’।
এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা প্রমুখরা। বৃহস্পতিবার মুক্তির দিনে দেশীয় বাজারে হলগুলো ছিল দর্শকে পরিপূর্ণ। রিপোর্ট অনুসারে জওয়ান ৭৫ কোটি রুপি আয় করেছে গোটা দেশজুড়ে। যার মধ্যে ৬৫ কোটি হিন্দিতে। আর বাকি ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলেগুতে। উল্লেখ্য, এর আগে, পাঠান প্রথম দিনে বিশ্বব্যপী ১০০ কোটি রুপির ব্যবসা করেছিল বক্স অফিসে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক