বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির খসরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল অভিনেতা শ্রাবণ শাহকে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শিল্পী সমিতির সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ভোটাধিকার ফিরে পান শ্রাবণ।
নিজের অধিকার ফিরে পেয়েই সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ। এ বিষয়ে গণমাধ্যমকে শ্রাবণ বলেন, ‘আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব।’
এর আগে, আজ রবিবার দুপুরে নির্বাচন কমিশন সদস্য এজে রানা ও বিএইচ নিশানের হাত থেকে সেক্রেটারি পদে নমিনেশন ফরম কেনেন শ্রাবণ। ফলে দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
বিডি-প্রতিদিন/শআ