ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এর প্রথম গান প্রকাশ হয়েছে। টিজারের মতো প্রথম গানেও মুগ্ধতা ছড়িয়েছে জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও বুবলীর প্রেম রসায়ন।
শনিবার বিকেলে গানটি টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে রাজ-বুবলী ও নির্মাতার ওয়ালে ওয়ালে গানটি প্রকাশ করা হয়।
‘বেঁচে যাওয়া ভালোবাসা’ এমন শিরোনামের গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়ন চিত্রে উঠে এসেছে ছবির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলীর না পাওয়া প্রেমের হাহাকার।
এর আগে, গত ২৩ মার্চ মুক্তি পায় ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার। সিনেমার প্রথম ঝলকেই দর্শকদের নজর কাড়ে রাজ-বুবলী। শুধু তাই নয়, সিনেমাটির টিজারটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক