২৫ মে, ২০২৪ ১৬:০২

খালেদ মুন্নার ফোক ম্যাশআপ

অনলাইন ডেস্ক

খালেদ মুন্নার ফোক ম্যাশআপ

মঞ্চ ও টেলিভিশনের পরিচিতমুখ খালেদ মুন্না প্রকাশ করলেন- ‘দ্যা ফোক ম্যাশআপ’ শিরোনামের একটি গান। মরমীকবি হাসান রাজা ও ফকির লালন সাঁই-এর গান এবং সংগৃহীত কয়েকটি জনপ্রিয় ফোক গানের সমন্বয়ে নির্মিত ম্যাশআপটির সংগীত পরিচালনা করেছেন- রোজেন রহমান। 

খালেদ মুন্না ইউটিউব চ্যানেল ও অনলাইন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম- স্ট্রিমো ডিজিটাল থেকে প্রকাশিত এই ম্যাশআপের গানগুলো হচ্ছে- ‘নেশা লাগিলো রে', ‘কমলায় নৃত্য করে’, ‘করিমানা কাম ছাড়ে না’, ‘মিলন হবে কতোদিনে’, ‘সোহাগ চাঁদবদনী’, ‘লোকে বলে বলে রে’। 

এ সম্পর্কে খালেদ মুন্না বলেন- ‘স্টেজে আমি অনেক নাচানাচি করে উপভোগ করে পারফর্ম করি। কিন্তু আমার রেকর্ডেড গানের ধারাটা ভিন্ন। অনেকেই আধুনিক মিউজিকে ফোক গান করার অনুরোধ করেছেন। সেখান থেকেই ‘দ্যা ফোক ম্যাশআপ’ এর জন্ম। আশা করছি শ্রোতারা এখানে ভিন্ন খালেদ মুন্নাকে খুঁজে পাবেন।’

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর