বলিউডে অন্যতম তারকা দম্পতি কাজল ও অজয় দেবগন। দাম্পত্য জীবনের এক যুগ পার করেছেন তারা। এক দিকে পেশাগত জীবন, অন্য দিকে পরিবার ও সন্তান।
সম্প্রতি করণ জোহর সঙ্গে এক সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে দাম্পত্যের কথা তুলে ধরলেন অভিনেত্রী আর এখানেই কটাক্ষ করে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন করণ। স্ত্রী হিসেবে কখনও নিরাপত্তাহীনতার অনুভূতি হয়নি বলে জানান এ অভিনেত্রী।
দু’জনের ব্যক্তিত্ব ভিন্ন হলেও জীবনের গুরুত্বপূর্ণ দিকগেলো স্পষ্ট তাদের কাছে। পরিবার তাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। এ তারকা জুটির মাঝখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিশ্বস্ততা। প্রথম থেকেই স্থির ছিল, একসঙ্গে তারা লম্বা জীবন কাটাবেন।
এই প্রসঙ্গে কাজল বললেন, ‘আমরা দু'জনেই কাজ করতে চেয়েছি। পাশাপাশি পারিবারিক জীবনে কোনও খামতি রাখতে চাইনি।’ কথার মাঝে করণ বলেন, ‘তোমাকেও সামলান অজয়। তুমি তো প্রেশার কুকার। যে কোনও সময় বিস্ফোরণ ঘটাতে পারো!’
এরপরে সাক্ষাৎকারে করণ জিজ্ঞেস করেন, ‘ইন্ডাস্ট্রিতে কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চাও?’ প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমার স্বামী! ওর সঙ্গে সময় কাটাতেই পারি না। আমি ওকে রোম্যান্টিক ডেটে নিয়ে যেতে চাই।’
ইন্ডাস্ট্রিতে সবথেকে আবেদনময়ী অভিনেতা কে? কর্ণের প্রশ্ন শুনে কাজল আবারও জানান, তার স্বামী। জবাব শুনে করণ বলেন, ‘ভাল হোক বা খারাপ! আমার স্বামী দেবতা!’ কাজল বলেন, ‘এ রকম কোনও ব্যাপার নেই। আমার ভাল লাগে অজয়কে। ওকেই সবচেয়ে আবেদনময়ী মনে হয় আমার।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ