ফ্রান্সের ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ নির্বাচিত হয়েছে ।
রাজীব রাফি পরিচালিত এই সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে চূড়ান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিচালক রাফি জানিয়েছেন, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া স্বল্পদৈর্ঘ্যে এই চলচ্চিত্র উৎসব চলবে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত।
রাফি বলেছেন,"'ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল এক জাদু বাস্তবতাময় যাত্রা। যেখানে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়ালের পাশাপাশি নন-হিউম্যান দৃষ্টিভঙ্গিও তুলে আনা হয়েছে। সিনেমাতে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলা হয়েছে।"
নির্মাতা জানিয়েছেন, পুরো সিনেমাটি ড্রোন ক্যামেরা ব্যবহার করে নরসিংদীর আদি উয়ারী বটেশ্বর এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। এটি রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন তিনি।
খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহপ্রযোজক আদনান আহমেদ। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ