বলিউডের জনপ্রিয় দুই গায়ক হানি সিং ও বাদশাহ। তাদের মধ্যে চলা দ্বন্দ্ব বোধহয় কখনোই শেষ হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঝামেলার বিষয়ে মুখ খুলেছেন হানি সিং। বাদশাহ অন্যায়ভাবে সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
হানি সিং দাবি করেন, নিজের গানের মাধ্যমে বাদশাহ তাকে বারবার নিশানা করে গিয়েছেন। এমনকি তার অসুস্থতা নিয়েও ঠাট্টা করতে ছাড়েননি।
ইন্ডিয়া টুডের কাছে হানি সিং বলেন যে, মানুষ মাঝেমধ্যেই আমার কাছে বাদশাহর সঙ্গে হওয়া বিতর্কের বিষয়ে জানতে চান। মানুষের মধ্যে একটা ঝামেলা হয়। যেখানে দু’জনেই যুক্ত। কিন্তু প্রায় ১০ বছর ধরে একটা মানুষ আমায় বিঁধে যাচ্ছেন। আমাকে নিয়ে গান বানাচ্ছেন। আমার অসুস্থতা নিয়ে ঠাট্টা করছেন। আর আমি কখনোই জবাব দেইনি।
তিনি বলেন, এই বছরই শুধু আমি এই বিষয়ে মুখ খুলেছি। আর সেটি আমার নিজের ভক্তদের জন্য। একটা লোক (বাদশাহ) আপনার বিষয়ে সব সময় খারাপ কথা বলে যাচ্ছেন। এর ফলস্বরূপ উনি ক্ষমা চেয়েছেন এবং নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু উনি এমন একজন মানুষ, যিনি নিজেই থুতু ফেলেন এবং সেটিই চেটে নেন। শুধু দেখুন না, আবার পাল্টি খাবেন উনি। আমি এমন মানুষকে কোনো কিছুর যোগ্য বলেই মনে করি না।
এরপরেই ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সার: চ্যাম্পিয়নস কা তশন’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন হানি সিং। সেখানেই নাম না করে বাদশাকে ইঙ্গিত করে তিনি বলেন, সবার প্রথমে আমি র্যাপ গানে ছিলাম না। আমি অল্পস্বল্প গাইতাম। আমি যেটা করি, সেটি আমার থেকে ভালো করার লোক কমই আছেন। আর আমার থেকে খারাপ করার মানুষ প্রচুর রয়েছেন। আমার মতো করার কেউ নেই, তাই আমার প্রতিযোগিতাও নেই। এর মধ্যে বেশিরভাগই আমার পরে আসা মানুষ। দেখুন আমার হেটারদের ঘৃণা করবেন না। ওরাও আমার সন্তান।”
প্রসঙ্গত, র্যাপ গ্রুপ Mafia Mundeer-এর সদস্য হিসেবে একসঙ্গেই নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন হানি সিং ও বাদশাহ। যদিও জনসমক্ষে ঘটা একটি ঝামেলার জেরে তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল। এরপর থেকে তাদের মধ্যে বন্ধ হয়েছে মুখ দেখাদেখি।
বিডি প্রতিদিন/কেএ