বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যকার দূরত্ব নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনার সৃষ্টি হয়েছে। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর হঠাৎ করেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান পরেশ রাওয়াল।
এরপর থেকেই গুঞ্জন— অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এতে ক্ষুব্ধ হয়েছেন। এমনকি পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলাও দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা।
প্রযোজক সংস্থার অভিযোগ, পরেশ রাওয়াল ইতোমধ্যেই ছবির জন্য ১১ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই টানাপোড়েনের মাঝেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন পরেশ রাওয়াল।
সম্প্রতি এক টুইটে পরেশ লেখেন, ‘আমার আইনজীবী অমিত নায়েক বৈধভাবে সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন। আশা করি, সংশ্লিষ্ট পক্ষ সেই উত্তর পড়ে সমাধানের পথে এগোবে।’
পরেশ রাওয়ালের টুইটের মাধ্যমে স্পষ্ট হয়েছে, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এবং ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, তিনি জানিয়েছেন— টিমের কোনো সদস্যের সঙ্গে তার মনোমালিন্য নেই।
‘হেরা ফেরি থ্রি’-এর শুটিং শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। পুরোনো তিন মুখ— অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে ছবির শুটিংয়ে ফের আগ্রহ তৈরি হয়েছিল ভক্তদের মাঝে।
ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন এবং প্রযোজনা করছেন অক্ষয় কুমার নিজেই, সাজিদ নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্ব কিনে নিয়ে।
বিডি প্রতিদিন/আশিক