অ্যানিমেশন কার্টুন ছবি আইস এইজ (Ice Age) অনেকেরই দেখা। এটি এমন একটি জনপ্রিয় ছবি যেটি শুধু শিশু-কিশোরই নয়, বড়দেরও পছন্দের তালিকায় রয়েছে। সেই ছবির মেমথ (এটি হাতির একটি প্রজাতি) বা অধুনবিলুপ্ত হাতির কথা মনে আছে নিশ্চয়ই। বাস্তবে এমন একটি হাতির দেখা যদি আপনি পেয়ে যান কেমন লাগবে!
তবে সেটা সম্ভব নয় একেবারই। কারণ এই মেমথ বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে প্রায় ১০/১১ হাজার বছর আগে বরফ যুগের পরপরই। তাহলে আজ কেন এই হাতির কথা বলছি? বলছি এই কারণেই যে, মেমথের দেখা না মিললেও দেখা মিলেছে তার বিশালাকৃতির সেই দাঁতের। অবাক লাগলেও এইটা সত্যি।
সম্প্রতি উত্তর যুক্তরাষ্ট্রের সিয়াটলে নির্মাণ শ্রমিকরা খননের সময় মেমথের একটি সুবৃহৎ বাঁকা দাঁত খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি আজ থেকে ১০ হাজার বছর আগে বরফ যুগের সময়কার।
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের সাউথ লেক ইউনিয়নে গভীর খাত খননের সময় ৪০ ফুট গভীরে এটি পাওয়া যায়। শ্রমিকেরা খনন কাজ করার সময় হঠাৎ শক্ত কিছুতে আঘাতের শব্দ শুনতে পান। তারা দ্রুত মাটি খুঁড়ে বিশালাকার কিম্ভুতাকৃতির বস্তু দেখতে পান। পরে বুঝা যায় এটি সেই মেমথের দাঁত।
ব্যক্তিগত সম্পত্তি খোঁড়ার সময় এটি পাওয়া যায়। তাই এটির ব্যাপারে জমির মালিক সিদ্ধান্ত নেবে।
মেমথ দেখতে অনেকটা হাতির মতো। এটি প্রায় ১২ ফুট লম্বা হয়। এদের এক জোড়া লম্বা দাঁত মুখ থেকে বেরিয়ে উপরের দিকে বাঁকানো। এদের শরীর লম্বা লোম দ্বারা আবৃত ছিল।
এগুলো এশিয়া থেকে উত্তর আমেরিকায় আসে ২ মিলিয়ন বছর আগে। বরফ যুগের শেষ ১০ হাজার থেকে ১১ হাজার বছরের মধ্যে এরা বিলুপ্ত হয়ে যায়। বরফ যুগ আজ থেকে প্রায় ১.৬ মিলিয়ন বছর আগে শুরু হয় এবং প্রায় ১১ হাজার আগে শেষ হয়।