বিমানটিকে দেখলে ভুল করে গ্যাসভর্তি বিশালাকারের বেলুন মনে করাটা খুব একটা দোষের হবে না। এটির আকৃতি এমনই। কিন্তু আসলে এটি বেলুন নয়, বিশ্বের সবচেয়ে লম্বা বিমান। শুক্রবারই বিমানটি উন্মোচন করা হয়েছে। আর দীর্ঘদেহী বিমানটি নির্মাণ করেছে ব্রিটেনের সবচেয়ে বড় বিমান কোম্পানি হ্যাঙ্গার।
বিমানটি প্রায় ৩০২ ফুট লম্বা। যা এয়ারবাস এ-৩৮০ উড়োহাজাজ এবং বোয়িং ৭৪৭-৮ থেকেও প্রায় ৬০ ফুট লম্বা। নতুন এ বিমানটি এতদিন লম্বাত্বের খেতাব মাথায় পরে থাকা কার্গো-বিমান এন্টোনোভ এ্যান-২২৫ উড়োহাজাজ থেকেও ৩০ ফুট লম্বা। এ বছরেই এটি চলাচল শুরু করবে।
বিশ্বের সবচেয়ে লম্বা এ বিমানটি প্রয়োজন অনুযায়ী ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে অবতরণ করতে সক্ষম। নামতে পারবে পানির ওপরেও। একসঙ্গে ৫০ টন ওজন বহনে সক্ষম বিমানটি নির্মানে হ্যাঙ্গারের ব্যয় হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার।
সূত্র: বিবিসি।